অষ্টম শ্রেণীর সহায়ক বই-একের ভিতর সব
- ০৭ মার্চ ২০২৩, ০০:০৫
NCTB প্রবর্তিত সিলেবাস অনুযায়ী ২০২৩ সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দি রয়েল সায়েন্টিফিক পাবলিকেশন্স থেকে সহায়ক বই হিসেবে অষ্টম শ্রেণীর সহায়ক বই- একের ভিতর সব বইটি ৬টি খণ্ডে সম্প্রতি প্রকাশ হয়েছে। বইগুলোতে অধ্যায়ভিত্তিক অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, অধ্যায়ভিত্তিক শিখনফল, ছক ও চিত্রসহ অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন ও উত্তর এবং ব্যাখ্যা ছাড়াও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, অতিরিক্ত সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, অনুশীলনমূলক কাজ, শ্রেণী কক্ষের কাজ, বাড়ির কাজ, জেনে রাখা ভালো, মজার বিষয়, মনে রাখার কৌশল, দৃষ্টি আকর্ষণ, কর্ম অনুশীলন রয়েছে। এ ছাড়া বইগুলোতে অনুশীলনের জন্য অতিরিক্ত নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর, গাণিতিক সমস্যার সমাধান, বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নোত্তর, অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নোত্তর, ব্যবহারিক প্রশ্নোত্তর রয়েছে। বইগুলোতে প্রতিটি বিষয়ের ৫টি করে সাজেস্টিভ মডেল টেস্ট ও উত্তর ছাড়াও বিগত বছরের বোর্ডের ও দেশের সেরা স্কুলগুলোর প্রশ্ন ও উত্তর রয়েছে। বইগুলো নীলক্ষেত ও বাংলাবাজারের লাইব্রেরি ছাড়াও সারা দেশের লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। যোগাযোগ : দি রয়েল সায়েন্টিফিক পাবলিকেশন্স, ৩৮ বাংলাবাজার, ঢাকা।
ফোন : ০১৮১৯১৪৬৮৬৭, ০১৮৪১৭৩২৪০৭